সুহৃদের পরিচালকদের বিও হিসাব জব্দ

:: আপডেট: ২০২০-০৭-২১ ২০:২৭:২১


পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল পরিচালকদের বিও হিসাব জব্দ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি সিকিউরিটিজ আইন আইন লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির বিরুদ্ধে তিনটি সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  প্রথম হলো কোম্পানির সকল পরিচালকদের বিও হিসাব জব্দ। যাতে তারা কোন ধরণের শেয়ার কেনা বেচা করতে না পারে। দ্বিতীয় হলো কোম্পানি আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ অডিট করা হবে। তৃতীয় হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সরজমিন পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করবে। যা আগামী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের অপরাধ:

সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এই অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, ২০১৯। পরবর্তীতে ২৯ জানুয়ারী,২০২০ সালে বিএসইসিকে চিঠি দিয়ে জানায় তারা সকল বিনিয়োগকারীদের বিও হিসেবে লভ্যাংশ জমা দিয়েছে। আসলে তারা লভ্যাংশ না দিয়েই এই চিঠি দিয়েছিলো বিএসইসিকে। ফলে পরবর্তীতে বিনিয়োগকারীরা বিএসইসি ও ডিএসইতে লভ্যাংশ না পাওয়ার অভিযোগ জমা দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র রেজাউল করিম সানবিডিকে বলেন,সুহৃদ ইন্ডাস্ট্রিজে লভ্যাংশ ঘোষণা করে বিনয়োগকারীদের দেয়নি। কমিশন ও ডিএসইতে এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। পরে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে কোম্পানির পরিচালকদের বিও হিসবাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার থেকে মূল মার্কেটে আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ

বাতিল হচ্ছে বিএসইসির ১৯৬৯’ ও ১৯৯৩ আইন

শেয়ার কারসাজি:৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা

ক্রেস্ট সিকিউরিটিজের এমডি ও পরিচালক গ্রেফতার

২ % শেয়ার ধারণ:নতুন কমিশনের ৪৫ দিনের আল্টিমেটাম

মূল প্লাপটফর্মে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড

টার্গেট ছিলো ১০০ কোটি সরানো;১৮ কোটিতেই ধরা

কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

অনলাইনে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও লটারী

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ