
পুঁজিবাজারের তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড কুমিল্লা শহরে চকবাজার উপশাখার কার্যক্রম শুরু করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ।
এ সময় ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, ভিপি এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলের আঞ্চলিক প্রধান তাহের আহমেদ, ভিপি এবং কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান মজুমদার, চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার নাজমুল করিম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীৎ রায় চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি ব্যাংকিং সেক্টর। দারিদ্র বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে ব্যাংকিং সেক্টরের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক এর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা শহরে চকবাজারে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। ব্যাংকের আধুনিক ও সময়োপযোগী সেবাসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, চকবাজার শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।