ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যান হলেন রেজাকুল হায়দার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২২ ০৯:০১:০৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি রেজাকুল হায়দার। কোম্পানিটির ২৬৬ তম পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান।

তিনি দেশের শিল্প খাতের অন্যতম একজন উদ্যোক্তা। দেশের তৈরি পোশাক গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে তার অনেক অবদান রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ১৯৮২ সালে ব্যবসা শুরু করেন। গড়ে তুলেছেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

রেজাকুল হায়দার দেশের অন্যতম শিল্প গ্রুপ ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইয়ুথ ফ্যাশন,ইয়ুথ গার্মেন্টস, পেট্রোম্যাক্স রিফাইনারি, পেট্রোম্যাক্স এলপিজির,কমফিট কমপোজিট নিটের একজন উদ্যোক্তা ও চেয়াম্যান।

তিনি জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান। এছাড়া মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও মিডল্যান্ড ইস্ট পাওয়ারের উদ্যোক্তা পরিচালক এবং দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য।