মুনাফা অর্জনই এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লক্ষ্য নয়-এমডি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৩ ১১:২৭:২৯
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালন মো. সাইদুর রহমান বলেছেন, মুনাফা অর্জনই আমাদের লক্ষ্য নয়। গ্রাহককে সর্বোচ্চ সেবা দিয়ে আমরা দীর্ঘ ২০ বছর যাবত বীমা ব্যবসা পরিচালনা করে আসছি। আগামীতেও এটাকে প্রাধান্য দিয়ে ব্যবসা করে যেতে চাই।
বৃহস্পতিবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারির ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বলেন, আমরা সুনামে সাথে ব্যবসা করে আসছি। গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা করে আসছি। এখন আমাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সাধারণ শেয়ারহোল্ডার। আমরা গ্রহক এবং সাধারণ শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতেও ব্যবসা করে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও আন্তরিকতা চাই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের যেসময় আইপির অনুমোতি দেয় সেসময় বিশ্বব্যাপী করোনা মহামারী চলছিল। এখনও চলছে। আমরা অনেক বেশি শংকিত ছিলাম আমাদের আইপিওতে বিনিয়োগকারীরা আবেদন করে কিনা। আলহামদুলিল্লাহ এই মহামারীতেও আমাদের আইপিওতে ৬ গুণ আবেদন জমা পড়েছে। এটা হচ্ছে আমাদের প্রতি বিনিয়োগকারীদে আস্থা ও ভালোবাসা। এই আস্থা এবং ভালোবাসাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব নেই।
তিনি আরও বলেন, আমাদের এই কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ইস্যু ম্যানেজার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনে আমরা যাতে আমাদের ব্যবসা সুন্দর করে পরিচালনা করে যেতে পারি সে জন্য সবার পরামর্শ চাই।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকগন, সিএফও, কোম্পানি সেক্রেটারি, বিএসইসি, ডিএসই,সিএসই ও সিডিবিএল প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস