যানজট মুক্ত শহরের দাবিতে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলছে শ্রমিক সমাবেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ সমাবেশে যোগ দিয়েছেন শ্রমিকরা। যাদের সবার গায়ে ছিল উত্তর সিটি সিটি করপোরেশনের সৌজন্যে সাদা টি-শার্ট। যার উপর লিখা আছে ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ ‘যানজটমুক্ত শহর চাই’।
তেজগাঁও এলাকায় যানজট মুক্ত ঢাকার সমাবেশ ঘিরেই তৈরি হয়েছে তীব্র যানজট। যা সাতরাস্তা থেকে বনানী, সাতরাস্তা থেকে কাকরাইল, মৌচাক পর্যন্ত ছাড়িয়ে গেছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন অফিস ফেরত মানুষ।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফুয়াদ হাসান সানবিডিকে বলেন, দুপুর দুইটার সময় ইস্কাটন থেকে বনানীর বাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় উঠেছেন তিনি। কিন্তু মগবাজার রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত আসতেই লাগলো দেড় ঘণ্টা।
শুধু ফুয়াদ হাসান নন, যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। রাস্তার দুইপাশে আটকা পড়েছে অনেক অ্যাম্বুলেন্সও।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশানের মেয়র আনিসুল হক।
সানবিডি/ঢাকা/রাআ