
চিকিৎসা শেষে আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরে আসবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলমান ২০২০-২১ অর্থবছরের বাজেট পাসের পরদিন ১ জুলাই চোখের ফলোআপ চিকিৎসা নিতে লন্ডন যান তিনি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এতে লন্ডন পৌঁছানোর ১৪ দিন পরে তিনি চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আর এ কারণেই চিকিৎসায় কিছুটা বেশি সময় দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন।
পাঠানো এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থমন্ত্রী আইসিসির সভাপতি থাকাকালীন আইসিসির তত্ত্বাবধানে লন্ডনে যেসব চিকিৎসকদের পরামর্শ নিতেন পরেও তিনি সেসব চিকিৎসকদের পরামর্শই নিয়মিত নিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হওয়ার আগেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির অবনতি এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও পাস করার কাজে ব্যস্ত থাকায় ওই সময়ে তিনি লন্ডনে যেতে পারেননি। বাজেট পাস করিয়ে তবেই ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসার সেই ফলোআপ শেষ করেই আগামী ২ আগস্ট দেশে ফিরছেন অর্থমন্ত্রী।
সানবিডি/এনজে