মহামারিতে প্রভাব পড়েনি আইপিডিসির মুনাফায়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-২৮ ০৯:১৪:৪৯


বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীতেও মুনাফায় প্রভাব পড়েনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পনি আইপিডিসি লিমিটেডে। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটি গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি মুনাফা করেছে। এই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩১ কোটি ৬০ লাখ টাকা।

মহামারির মধ্যেও দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের অর্ধবার্ষিক ‘ইনভেস্টরস মিটে’ বিষয়টি সবার প্রশংসা পেয়েছে। সোমবার অনলাইন পল্গ্যাটফরমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র, বেঞ্চমার্ক এবং আগামী দিনগুলোর জন্য নির্ধারিত মূল কৌশলগত পরিকল্পনাগুলো আলোচনা করা হয়।

আইপিডিসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ সেশন সরাসরি সঞ্চালন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। এতে অর্ধবার্ষিক অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরার পাশাপাশি কভিড-১৯ পরবর্তী অবস্থার জন্য কোম্পানির নীতিগত অবস্থান সম্পর্কেও জানানো হয়।

মমিনুল ইসলাম ঢাকা ও চট্টগ্রামের বাইরের উদ্যোক্তা এবং মধ্যম ও কম আয়ের মানুষদের প্রযুক্তিনির্ভর এবং সামাজিকভাবে দায়বদ্ধ ব্যবসা পরিচালনায় বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে আইপিডিসির আমানতের পরিমাণ ২০১৯ সালের ডিসেম্বর থেকে প্রায় ৮ দশমিক ৭% বেড়েছে। একই সময়কালে আয় বেড়েছে ২৪.৯% এবং খেলাপি ঋণের হার ১.৫৯% যা কিনা ইন্ডাস্ট্রিতে সর্বনিম্ন। কোম্পানিটি বর্তমান বছরের অর্ধবার্ষিক সময়কালে এসে ৬৬৫ কোটি টাকার তারল্য সক্ষমতা নিশ্চিত করেছে যা স্বল্পমেয়াদি দায় পরিশোধের জন্য যথেষ্ট।