৪৫ দিন মক্কায় অবস্থান করবে হজ মিশন
প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৩:২৮:৪৯
মিনায় পদদলিত হয়ে হতাহত এবং নিখোঁজ হাজিদের খোঁজখবর নিতে ৪৫ দিন মক্কায় অবস্থান করবে বাংলাদেশ হজ মিশন। এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে।
আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বোরহান উদ্দিন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
বোরহান উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এতে তিনি জানান, হাজিদের খোঁজখবর নিতে বাংলাদেশ থেকে যাওয়া মেডিকেল টিম ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষকে মক্কায় ৪৫ দিন অবস্থান করতে হবে।
যুগ্ম সচিব বলেন, শুধু হজের সময় কূটনীতিকরা মক্কায় থাকতে পারেন। এরপর সেখানে অবস্থান করতে হলে অনুমোদনের প্রয়োজন হয়। বাংলাদেশ কর্তৃপক্ষের মক্কা অবস্থানের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু বলেও জানান বোরহান উদ্দিন।
সানবিডি/ঢাকা/রাআ