আইএফআইসির রাইট শেয়ারের হারে পরিবর্তন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-৩০ ১১:০০:৫০


পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষে রাইট শেয়ার ইস্যু সিদ্ধান্তে পরিবর্তনে এনেছে ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি ১:৪ হারে জায়গায় ১:৫ রাইট শেয়ার ইস্যু অর্থাৎ বিদ্যমান প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করবে প্রতিষ্ঠানটি। আর এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১২ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এই জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১০ সেপ্টেম্বর। শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বিএসইসিতে জমা দেওয়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।