না ফেরার দেশে ডিএসইর সদস্য রেদওয়ানুল ইসলাম
না ফেরার দেশে চলে গেলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্য ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পরিচালক এবং রাস্তি সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদওয়ানুল ইসলাম। ১লা আগস্ট রাত ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন ডিবিএ’র সেক্রেটারি দিদারুল গনি।
সূত্র মতে, সৈয়দ রেদওয়ানুল ইসলাম নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছে, নাকি করোনা পরবর্তী জটিলতায় তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দ রেদওয়ানুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিবিএ। তার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছে সংগঠনটির সভাপতি শরীফ আনোয়ার হোসাইন।