ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার টুইট করে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে অমিত শাহ বলেছেন, তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতের করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আজ রোববার ১৭ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে এক লাখ রোগী যুক্ত হয়েছে মাত্র দুই দিনে।
এই পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন খোদ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপীর এই নেতা টুইটারে লিখেছেন, করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা ভালো। কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছেন আমি অনুরোধ করবো তারা পরীক্ষা করান। স্বেচ্ছা আইসোলেশনে থাকুন এবং অপেক্ষা করুন।
সানবিডি/এনজে