পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিচালনা পর্ষদ সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসএস স্টিল সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের ৯৯ শতাংশ শেয়ারে প্রথম পর্যায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে। পরবর্তীতে কোম্পানিটি সালেহ স্টিলে ১৩৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রামের নাসিরাবাদে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের সুনাম রয়েছে। কোম্পানিটি সুনামের সাথে দেশে ব্যবসা পরিচালনা করছে। সালেহ স্টিল বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদন করে। বছরে সালেহ স্টিলের প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভার বাড়বে। এর মাধ্যমে কোম্পানিটির মুনাফাও বাড়বে।
সানবিডি/এসকেএস