না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকরাম চৌধুরী। তিনি শনিবার (৮ আগস্ট) ভোর ৪টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা সাড়ে ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার মরদেহ আনা হবে। বিকাল সোয়া চারটায় প্রেসক্লাব মাঠেই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে শরীফ চৌধুরী বলেন, ‘তার ভাইয়ের মরদেহ ও চাঁদপুরের নাজিরপাড়ার নিজ বাসায় আনা হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
সরকারি চাকরি ছেড়ে সাংবাদিকতা পেশায় আসেন ইকরাম চৌধুরী। প্রায় তিন যুগ সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, জাগো নিউজের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সানবিডি/এনজে