নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সেরে উঠেছেন লাল-সবুজের কিংবদন্তি দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা ও তার স্ত্রী সুমনা হক। তারা সেরে উঠতে না উঠতেই আক্রান্ত হলেন তাদের বাবা-মা। দু'দিন হলো মাশরাফি'র বাবা গোলাম মুর্ত্তজা ও মা হামিদা মুর্ত্তজা করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে তারা সুস্থ আছেন। জ্বর, কাশি, গা ব্যথা, গলাব্যথা এমন সব উপসর্গের উপস্থিতি তাদের শরীরে নেই। নড়াইলে নিজ বাড়িতেই তারা চিকিৎসা নিচ্ছেন।
মাশরাফির ঘনিষ্ঠ সূত্র শনিবার (৮ আগস্ট) গণমাধ্যেম এ খবর নিশ্চিত করেছে।
তথ্য মতে, 'দুদিন যাবত তারা কারোনায় আক্রান্ত। তবে তাদের শরীরের অবস্থা বেশ ভালো।’
এর আগে, করোনার সঙ্গে যুদ্ধে জিতেছেন মাশরাফি।
গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তার। এরপর ১২ জুলাই পরীক্ষা করালে ১৪ জুলাই রাতে রিপোর্ট নেগেটিভ আসে এই কিংবদন্তি অধিনায়কের।
সানবিডি/আরএম