রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার সাতটি নারীর ঘুরে দাঁড়ানোর সত্য ঘটনা অবলম্বনে নাটক ‘সাত’ মঞ্চস্থ হতে যাচ্ছে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সিনিয়র এক্সপার্ট মো. আবু হানিফ এ তথ্য জানান।
তিনি আরও জানান, যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী ও আশেপাশের মানুষের সচেতনতা বৃদ্ধিতে নাটকটি ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চস্থ করা হবে।
ভাইটাল ভয়েসেস গ্লোবাল পার্টনারশীপের সহায়তায় সাতজন পুরস্কারজয়ী নাট্যকার ২০০৭ সালে সাক্ষাৎকার ভিত্তিক এ ‘সাত’ নাটকটি রচনা করেন। যা ২০১৩ সাল পর্যন্ত ৩২টি দেশে ২৬টি ভাষায় ১৫০ বার মঞ্চস্থ হয়েছে। নাটকটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন নাট্যকার খাইরুল আলম সবুজ। রাজনৈতিক ও গণমাধ্যমের আলোচনার বিষয় হিসেবে নারী অধিকার এবং সমাজে নারীর ভূমিকা সংক্রান্ত বিষয়গুলোকে তুলে আনায় এ নাটক প্রদর্শনের প্রধান উদ্দেশ্য।
এই নাটকটি আফগানিস্তানের ফরিদা আজিজি, পাকিস্তানের মুখতার মাই, রাশিয়ার মারিনা পিসক্লাকোভা, নাইজেরিয়ার হাফসাত এবিওলা, ওয়াতেমালার আনাবেলা ডি লিওন, কম্বোডিয়ার মু সোচুয়া এবং উত্তর আয়ারল্যান্ডের ইনেজ ম্যাক কোরমাক এই সাতজন নারীর জীবন কাহিনী নিয়ে রচিত। নারী অধিকার নিয়ে এই নাটকটির প্রচার ও প্রসারে সুইডিশ ইন্সটিটিউট, সুইডিস এ্যাম্বাসি, হেড্ডা প্রোডাকশন, ইউএস উইমেন এবং বিএনডব্লিউএলএ কাজ করে যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত নারীর জীবনের গল্পকে ফুটিয়ে তুলবেন রাবির মহিলা ক্লাবের সভাপতি মোমেনা জীনাত, রাজশাহীর প্রধান উদ্যোক্তা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপিকা রাশেদা খালেক, রাবির যৌন হয়রানি নিরোধকল্পে গঠিত কমিটির সভাপতি অধ্যাপিকা মাহবুবা কানিজ কেয়া, রাজশাহী জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট নাসরীন আখতার মিতা, আবৃত্তি সংগঠন স্বননের সাধারণ সম্পাদক কনিকা গোপ এবং বিএনডব্লিউএলএ’র বিভাগীয় প্রধান এডভোকেট দিল সেতারা চুনি।
নাটক মঞ্চায়নের সময় রাবির উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, সুইডিস প্রযোজনা সংস্থা হেড্ডা প্রোডাকশন টুভে এরিকশন, ইডা ও দি গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক এনা লিজ এবং বিএনডব্লিউএলএ’র নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা রশিদ উপস্থিত থাকবেন। প্রদর্শনী টি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সানবিডি/ঢাকা/রাআ