চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম (সিজেএফডি)।
ফোরামের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। তারা শোক বানিতে বলেন, ইকরাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ সংবাদ কর্মী। যার হাত দিয়ে অনেক অজানা তথ্য উঠে আসত গণমাধ্যমে। এছাড়া তিনি অনেক দক্ষ সাংবাদিক সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন।
তারা বলেন, সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি চাঁদপুরেরও অনেজ বড় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।