পৃথিবীর অদ্ভুত তিন রূপচর্চা
প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৩:৩৯:১৭
ব্লাড ফেসিয়াল: জনপ্রিয় আমেরিকান টিভি তারকা কিম কার্দেশিয়ানের মাধ্যমে ব্লাড ফেসিয়াল প্রথম পরিচিতি পায়। এ পদ্ধতিতে নিজের শরীর থেকে রক্ত বের করে তা জেল বানিয়ে মুখে প্রয়োগ করা হয়। এই ফেসিয়ালের মাধ্যমে মুখের অবাঞ্ছিত দাগ দূর হয় বলে বিশ্বাস করা হয়।
সাপ ম্যাসেজ: একে সরিসৃপ থেরাপিও বলা হয়। উপকারী বৈশিষ্ট্যের জন্য ইন্দোনেশিয়া এবং ইসরাইলে সাপ ম্যাসেজ ব্যাপক প্রচলিত। এ পদ্ধতিতে বিষমুক্ত সাপ নারীদেহের উপর ছেড়ে দেয়া হয়। সাপটি শরীরের পেশি এবং জয়েন্ট ম্যাসেজ করে দেয়।
ক্যাকটাস ফেসিয়াল: ব্রণ তাড়ানোর উপকরণ হিসেবে ক্যাকটাস ফেসিয়াল ব্যবহার করা হয়। ক্যাকটাস খসখসে ত্বককে কোমল করে। এক্ষেত্রে ক্যাকটাস সিদ্ধ করে সেই পানি দিয়ে মুখ ম্যাসেজ করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ