পৃথিবীর অদ্ভুত তিন রূপচর্চা
প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৩:৩৯:১৭

রূপচর্চা নারীদের একটি স্বাভাবিক প্রবণতা। এর জন্য অস্বাভাবিক পথ অবলম্বন করতেও দ্বিধা করেন না কেউ কেউ। বিশ্বের খ্যাতিমান নায়িকারাও পিছিয়ে নেই এদিক থেকে। জেনে নিন পৃথিবীর তিনটি অদ্ভুদ রূপচর্চা, যা শুধু বিস্মিত নয়, আতঙ্কিত করবে আপনাকে।ব্লাড ফেসিয়াল: জনপ্রিয় আমেরিকান টিভি তারকা কিম কার্দেশিয়ানের মাধ্যমে ব্লাড ফেসিয়াল প্রথম পরিচিতি পায়। এ পদ্ধতিতে নিজের শরীর থেকে রক্ত বের করে তা জেল বানিয়ে মুখে প্রয়োগ করা হয়। এই ফেসিয়ালের মাধ্যমে মুখের অবাঞ্ছিত দাগ দূর হয় বলে বিশ্বাস করা হয়।
সাপ ম্যাসেজ: একে সরিসৃপ থেরাপিও বলা হয়। উপকারী বৈশিষ্ট্যের জন্য ইন্দোনেশিয়া এবং ইসরাইলে সাপ ম্যাসেজ ব্যাপক প্রচলিত। এ পদ্ধতিতে বিষমুক্ত সাপ নারীদেহের উপর ছেড়ে দেয়া হয়। সাপটি শরীরের পেশি এবং জয়েন্ট ম্যাসেজ করে দেয়।
ক্যাকটাস ফেসিয়াল: ব্রণ তাড়ানোর উপকরণ হিসেবে ক্যাকটাস ফেসিয়াল ব্যবহার করা হয়। ক্যাকটাস খসখসে ত্বককে কোমল করে। এক্ষেত্রে ক্যাকটাস সিদ্ধ করে সেই পানি দিয়ে মুখ ম্যাসেজ করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













