মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বর্তমানে সীমিত পরিসরে চলাচল করছে ট্রেন। তবে আগামী ১৫ আগস্টের (শনিবার) পর পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (০৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় তিন মাস বন্ধ থাকার পর বর্তমানে সীমিত আকারে দেশের কয়েকটি জেলায় ট্রেন চলাচল করছে। চালু থাকা রুটে বর্তমানে ১৭ জোড়া ট্রেন চলছে।
এবারের ঈদুল ফিতরেও বন্ধ ছিল ট্রেন সার্ভিস। তবে ঈদুল আজহায় সীমিত পরিসরে ট্রেন চলাচল করেছে।
সানবিডি/আরএম