সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৪ বারে ১ লাখ ৯২ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৯ হাজার ৫০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৬ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৯ বারে ৩ লাখ ২৫ হাজার ৫২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রূপালী ইন্স্যুরেন্সে ৪ দশমিক ৭০ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৪ দশমিক ০৫ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৬৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩ দশমিক ৪০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি মেনেজম্যান্ট ফান্ডের ৩ দশমিক ৩৩ শতাংশ ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস