ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকি ও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনলাইন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপ ও আলাদা আলাদা বিষয়ে রচনা প্রতিযোগিতায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
গ্রুপ-ক এখানে ইবি ল্যাব স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু পরিবার ও ১৫ অগাস্ট বিষয়ে চিত্রাঙ্কন করবে।
গ্রুপ-খ ;বঙ্গবন্ধু' বিষয়ে ৫০০ শব্দের মধ্যে রচনা লিখন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে ইবি ল্যাব স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
গ্রুপ-গ;বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে ১৫০০ শব্দে রচনা লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী।
প্রতিযোগীরা নিজ নিজ পরিচয় ও মোবাইল নম্বর সহ চিত্রাঙ্কন ও রচনা ১১-৮-২০২০ রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে (drpareshiu@gmail.com)ইমেইল করতে হবে।অথবা ফেসবুক গ্রুপ (জাতীয় শোক দিবস ইবি ২০২০) এখানে পোস্ট করতে হবে।
ফলাফল গ্রুপ-ক, থেকে পনেরজন,আর খ ও গ থেকে সাত জন করে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এরপর পনের অগাস্ট রাত ৮-৯ টায় ফেসবুক লাইভে এসে কারাগারের রোজনামচা ও অসামাপ্ত আত্মজীবনী বইয়ের আলোকে উপস্তিত বক্তৃতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
সানবিডি/আরএম/