বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো উপলক্ষে দেশের অভ্যন্তরে নির্দিষ্ট রুটে বিমান ভাড়ায় ১২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ইউনাইটেড এয়ার ওয়েজ।
গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর দ্বিতীয় দিন চলছে। ৩ দিনব্যাপী এ মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা খোলা থাকছে।
ইউনাইটেড এয়ার ওয়েজের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাসুদুর রহমান অর্থসূচককে বলেন, বর্তমাতনে অভ্যন্তরীন ৩টি রুটে বিমান চলাচল করছে। এগুলো হলো- ঢাকা-চিটাগং, ঢাকা-কক্সবাজার, ঢাকা সৈয়দপুর। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো উপলক্ষে ৩টি রুটেই বিমান ভাড়ার উপর সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত নগদ মুল্য ছাড়া দেওয়া হচ্ছে।
এছাড়া মেলা উপলক্ষে ইন্টারন্যাশনাল রূটে সর্বোচ্চ ৭ শতাংশ নগদ মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাসুদুর রহমান জানান, ৩টি রুটে ইউনাইটেড এয়ার ওয়েজের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ৫০০ টাকা।
অভ্যন্তরীণ রূটের মধ্যে ঢাকা- কক্সবাজার ছাড়া অন্যান্য রুটে সপ্তাহে ৭ দিন ২ থেকে ৩টি করে ফ্লাইট চলাচল করছে।