সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের মামলায় জামিন পাওয়া সাহেদুল ইসলাম সিফাত কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট মো. মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে সিফাতের জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ। পাশাপাশি মাদক ও হত্যা মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত।
গত রোববার (৯ আগস্ট) জামিন পান সিনহা মোহাম্মদ রাশেদ খানের আরেক সহযোগী শিপ্রা দেবনাথ। ওই সময় সিফাতের জামিনের শুনানি শেষে আদেশের দিন সোমবার ধার্য করা হয়।
গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
সানবিডি/আরএম