ভোট দেবে সৌদি নারীরা
প্রকাশ: ২০১৫-১২-১২ ১০:৪৫:০৫
অবশেষে ভোটাধিকার পাচ্ছেন সৌদি নারীরা। শনিবার প্রথমবারের মত ভোট দেবেন সেদেশের নারীরা। শুধু ভোটদানই নয় ভোটে অংশ নেওয়ার অনুমতিও পাচ্ছেন তারা।
শনিবার সৌদি আরবে পৌর নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ২০০৫ সালে প্রথম এই নির্বাচনের অনুমতি দেয় সৌদি রাজ পরিবার। তবে এতদিন ভোটাধিকার ছিল না সৌদি নারীদের। ভোটাধিকার পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিল একাধিক নারী-অধিকার সংগঠন।
২০১১ সালে প্রাক্তন সৌদি বাদশাহ আবদুল্লাহ ডিক্রি নারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। তবে সেসময় কোনো নির্বাচন না হওয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি নারীরা। সেসময় বাদশাহ দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগ দিয়ে এই প্রক্রিয়া এক ধাপ এগিয়ে দিয়েছিলেন।
তবে ভোটের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজপরিবার। নারীরা পুরুষ ভোটারদের সামনে প্রচারণা করতে পারবে না। এক্ষেত্রে তাদেরকে পর্দা করে প্রচারণা করতে হবে।