সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৬ বারে ২৪ হাজার ১৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ ৯৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫ বারে ১ লাখ ১১ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৭৬ বারে ২৬ লাখ ৭৩ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ ৭১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এনসিসি ব্যাংকের ৮ দশমিক ৭২ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৫ দশমিক ৯৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ১৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৬ শতাংশ, প্রাইম লাইফ ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯৩ শতাংশ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস