স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে প্রত্যাশিত করপোরেট গভার্ন্সেন্স আসছে না বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি এসএম শায়খুল ইসলাম।
রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫’ এর তৃতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। এক্সপোর দ্বিতীয় দিনে ‘এফআরএ ও করপোরেট গভর্ন্সেন্স’ শীর্ষক সেমিনারটি বিজনেস অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজন করে।
অনুষ্ঠানে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বড়ই অভাব আমাদের পুঁজিবাজারে। এই অভাবের কারণে প্রত্যাশিত করপোরেট গভার্ন্সেন্স আসছে না। বাজারে করপোরেট গভার্ন্সেন্স ভালো হলে বিনিয়োগকারীর আস্থা বাড়ে। কারণ আস্থার অভাব রয়েই গেছে। এই সংকট দূর হলে বাজারে ক্ষুদ্র বিনিয়োগ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পরস্পরের প্রতি আস্থা ও জবাবদিহিতা পরিপালন হলে সুশাসন প্রতিষ্ঠা হবে। আর করপোরেট গভার্ন্সেন্স সংকট দূর হলে দেশ উন্নত হবে।
সেমিনারে আইসিএমএবির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য যে আস্থা দরকার তা নেই। এ জন্য অনেকে বিনিয়োগ করে মূলধন টুকু ফিরিয়ে নিতে পারছেন না। একজন বিনিয়োগকারী বিনিয়োগ করে কোম্পানি আর্থিক প্রতিবেদন দেখে। আর সেই প্রতিবেদনে যদি ত্রুটি থাকে, তাহলে বিনিয়োগকারী প্রতারিত হয়। মানুষ যাতে আর প্রতারিত না হন তার জন্য তৈরি হচ্ছে এফআরএ। এর মাধ্যমে বিনিয়োগকারীর বিনিয়োগ রক্ষা পাবে। একই সাথে আর্থিক প্রতিবেদন আরও পরিশুদ্ধ হবে।
তিনি আরও বলেন, মালিকের বন্ধু কিংবা তার আত্মীয় স্বজনই হচ্ছেন কোম্পানির স্বাধীন পরিচালক। এই স্বাধীন পরিচালককে নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এখানে স্বচ্ছতা আনলে পুঁজিবাজার আরও ইতিবাচক হতো।
একনাবিন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের পার্টনার মো. রোকনুজ্জামান বলেন, শুধু আইন হলেই সব কিছু হয়ে যাবে এটা যৌক্তিক নয়। এটার প্রতিপালন হওয়াই মুখ্য।ভালো অডিটর নিয়োগের ক্ষেত্রে অনকেই কার্পণ্য করে থাকে।
তিনি আরও বলেন, একটি কোম্পানির আর্থিক প্রতিবেদনে ত্রুটি থাকলে অডিটর দায়ী থাকে না। আবার এটা থেকে কোনোভাবেই দায় এড়ানো যায় না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।