বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তির জায়ান্ট কম্পানি অ্যাপলকে ক্ষতি ও সুদ বাবদ ৫০ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। ইনটেলেকচুয়াল প্রপার্টি কম্পানি প্যান ওপটিকস এর ফোরজি প্যাটেন্ট লংঘনের দায়ে এ জরিমানা গুনতে হবে। গত মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালত । তবে অ্যাপল জানিয়েছে তারা এ নির্দেশনার বিরুদ্ধে আপিল করবে।
পেটেন্ট লাইসেন্স দিয়ে থাকে প্যান ওপটিকস। গত ফেব্রুয়ারিতে দায়ের করা মামলায় কম্পানিটি অভিযোগ করে- অ্যাপল তাদের স্মার্টফোন, ট্যাবলেট ও ঘড়িতে ফোরজি এলটিই প্রযুক্তি ব্যবহার করলেও এর জন্য অর্থ পরিশোধ করতে অস্বিকার করেছে। এ নিয়ে অ্যাপলের সঙ্গে বারবার আলোচনায় বসলেও তারা লাইসেন্স গ্রহণে অস্বিকৃতি জানায়। কিন্তু প্যান ওপটিকস এর দাবির বিপরীতে অ্যাপল জানায় প্রতিষ্ঠানটির এ লাইসেন্স দেয়ার বৈধতা এখন নেই।
সূত্র : এএফপি, বিবিসি