পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ফুঁসেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
তিনি অভিযোগ করেছেন ইমরান খান পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছেন ।শুধু তা-ই নয়, রাজনীতিতে নামলে ইমরান খানকে পরাভূত করার হুঙ্কারও ছেড়েছেন এ সাবেক পাক অধিনায়ক।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ অভিযোগ করেছেন, ‘এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যারা দায়িত্বে আছেন, তাদের কারও ক্রিকেটের প্রাথমিক ধারণাটুকু নেই। আর ইমরান খানের সুপারিশেই এসব অদক্ষ লোক বোর্ডে স্থান পেয়েছে। বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর।
মিয়াঁদাদ আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না।
এ বক্তব্যের পরই পাক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিয়াঁদাদ।
তিনি বলেন, আমি রাজনীতির মাঠে নামলে যোগ দিলে চোখে আঙুল দিয়ে ইমরানের ভুল ধরিয়ে দেব। কারণ আমি কোনো মুখোশ পরে থাকার মানুষ নই।
এর পর ইমরান খানের উদ্দেশে সরাসরি হুঙ্কার দেন মিয়াঁদাদ– ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির মাঠেও তোমাকে হারাতে আমার অসুবিধা হবে না। আমি তোমাকে সবসময় পরিচালনা করেছি। আর এখন তুমি ইশ্বরের ন্যায় আচরণ করছ।
বক্তব্যের শেষে মিয়াঁদাদ বলেন, আমি এ কথা আরও অনেকের কাছে দাবি করে বলেছি যে, ইমরান খানকে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছি।
তথ্যসূত্র: টাইমস নাউ, ইন্ডিয়া টিভি
সানবিডি/ এনজে