স্নাতকের দরিদ্র মেধাবীরা পাবেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৩ ১৪:৪১:৫৪


স্নাতক পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২০ সালে যারা স্নাতক ও সমমান পর্যায়ে রয়েছেন তাদের মধ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবেন।

২০১৬-১৭, ১৭-১৮ এবং ১৮-১৯ শিক্ষাবর্ষে যারা তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের অধ্যয়ন করছেন তারা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের estipend.pmeat.gov.bd এই লিংকে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা এই ওয়েবসাইটে রয়েছে।

আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সকল প্রক্রিয়া শেষ করে আগামী ৩০ সেপ্টেম্বর বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সানবিডি/আরএম/