ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার যমজ কন্যা সন্তানের মা হয়েছেন। ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সময় রাত ১১টা ৯ মিনিটে টুইটারে তিনি এ সুখবরটি জানিয়েছেন।
যমজ কন্যা সন্তানের মা হওয়ার মারিসা মেয়ারের এই খবরটি সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে দ্বিতীয় হাই-প্রোফাইল ঘোষণা, প্রথমটি ছিল কিছুদিন আগে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বাবা হওয়ার ঘোষণাটি।
৪০ বয়সী প্রযুক্তি বিশ্বের আইকন এই নারী দ্বিতীয়বারের মতো মা হলেন। মারিসা মেয়ার ও জাকারি বোগ দম্পতির ২০১২ সালে একটি ছেলে সন্তানের জন্ম দেন।
১৯৯৯ সালে প্রথম নারী প্রকৌশলী হিসেবে সার্চ জায়ান্ট গুগলে যোগ দেন তিনি। একটানা ১৩ বছর গুগলে কর্মরত থাকার পর ২০১২ সালের জুলাইয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইয়াহুতে যোগ দেন মারিসা মেয়ার।
তার যোগদানের আগে থেকেই ব্যবসায়িকভাবে খুব খারাপ সময় পার করছিল টেক জায়ান্ট ইয়াহু। মারিসা মেয়ারের নানা উদ্যোগে অবস্থার কিছুটা পরিবর্তন হলেও এখনো মন্দাভাব থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি।
কিছুদিন আগে এমন খবরও শোনা গিয়েছিল যে, ইয়াহু বিক্রি করে দেওয়া হতে পারে। পরবর্তীতে জানা যায়, ইয়াহু শুধু তাদের ইন্টারনেট ব্যবসাটি বিক্রি করে দেবে। তবে যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার সুখবরটির একদিন আগে ৯ ডিসেম্বরে মারিয়া মেয়ার ঘোষণা দেন, বিক্রি নয় বরঞ্চ ইয়াহুর ইন্টারনেট ব্যবসার জন্য আলাদা প্রতিষ্ঠান করার। ২০১৬ বা ২০১৭ সালের মধ্যে ইয়াহু ভেঙ্গে দুইটি প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে।
২০১২ সালে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর মাত্র দুই সপ্তাহ ছুটি নিয়েছিলেন মারিসা মেয়ার। এবারও তাকে ৪ মাসের মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব দেওয়া হলেও, ধারণা করা হচ্ছে দ্রুতই অফিসে ফিরবেন তিনি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া