বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিখোঁজ ২৫
প্রকাশ: ২০১৫-১২-১২ ১২:৫১:০৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে উপজেলার ডিগ্রিরচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রী লুৎফা বেগম জানান, ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের ল্যাংটার মেলা থেকে ফতুল্লার রাধানগর ফিরছিলেন। ডিগ্রির চর খেয়াঘাটে পৌঁছালে বরিশালগামী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ২০-২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তিনি হারমোনিয়াম ধরে তীরে উঠতে পারলেও তার স্বামী এবং দুই সন্তান এখনও নিখোঁজ রয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













