সক্ষমতা সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৩:৫৬:৫৭


World1443597242বিশ্ব ক্ষমতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে তৈরি এ তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৭ সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত ‘গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ডব্লিউইএফের পক্ষে বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

গত বছরের ন্যায় এবারও তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, জাপান, হংকং, ফিনল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্য । আর সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে গায়ানা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৫৫, শ্রীলংকা ৬৮, নেপাল ১০০, ভুটান ১০৫, পাকিস্তান ১২৬ ও মিয়ানমার ১৩১তম  স্থানে রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, শ্রম বাজারের সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি, উদ্ভাবনী ব্যবসাসহ ১৫টি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।

সূচকটি তৈরিতে দেশগুলোর সক্ষমতা, উৎপাদনশীলতা ও উন্নতি বিষয়ে ৭ নম্বরের একটি স্কেল করা হয়।

সানবিডি/ঢাকা/রাআ