রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
প্রকাশ: ২০১৫-১২-১২ ১৩:৩৯:৫৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে দলটির ভাইস চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন।
শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিতে হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক ডাকা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













