সব সময়ই তরুণদের চাহিদা থাকে নতুনের প্রতি। হালের ফ্যাশনে তাই প্রতিনিয়ত যোগ হয় নতুন মাত্রা। পোশাকের রঙ ঢঙে চাই নতুনত্ব। এবারের শীতে তাদের শীত নিবারণের পাশাপাশি স্টাইল রক্ষা করাটাও জরুরি হয়ে পড়েছে। তাই শীতের ভারি পোশাক জ্যাকেটেও এসেছে নতুনত্বের ছোঁয়া।
শুরুতে তেমন না হলেও অপেক্ষায় থাকে হাড় কাঁপানো শীত। তখন বাধ্য হয়ে তরুণরা বেছে নেয় ভারি শীতের গরম কাপড়। কিন্তু শীতের কাপড় পরা মানে পোশাকের সব ফ্যাশন একেবারে মাটি। তরুণরা এ ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই বিষয়টি মাথায় রেখেই ফ্যাশন হাউসগুলো বাজারে এনেছে ফ্যাশনেবল জ্যাকেট। জ্যাকেটগুলো ব্যবহার করা যাবে শীতের ফ্যাশনেবল অনুষঙ্গ হিসেবে। এবারের শীতের ফ্যাশনে জ্যাকেটগুলো তৈরি করা হয়েছে প্রয়োজন ও ফ্যাশন দুটি বিষয়ের কথা মাথায় রেখে।
সম্পূর্ণ দেশি কাপড়ে দৃষ্টিনন্দন এবং সময়োপযোগী নকশায় তৈরি হয়েছে এসব জ্যাকেট। এ ধরনের জ্যাকেট তৈরিতে ব্যবহার করা হয়েছে খাদি কাপড়। এছাড়া কাপড়ের গঠনে এসেছে বেশ ভারী ও রুক্ষ্ম টেকচার। খাদি কাপড়েই জ্যাকেটের প্যাটার্ন ঠিক রাখা সম্ভব। খাদিতে নকশা ও বুননের সমন্বয়ে জ্যাকেটে আনা হয়েছে বৈচিত্র্য। এবারের শীতে খাদি কাপড় ছাড়াও নানা ধরনের জ্যাকেট বাজারে এসেছে।
টপস, প্যান্ট-ফতুয়া, শাড়ির সঙ্গে পরার জন্য এই জ্যাকেট মানানসই। বর্তমানে বিভিন্ন ধরনের প্যান্ট ও লেগিংসের ব্যবহার চলছে। তার সঙ্গে জ্যাকেটগুলো মানানসই। জ্যাকেটের কাটিং প্যাটার্নের মধ্যেও বৈচিত্র্য লক্ষ করা যায়। কিছু জ্যাকেট সামনে খোলা। তাতে হয়তো বোতাম বা ফিতা ব্যবহার করা হয়েছে আটকানোর জন্য। ক্ষেত্রবিশেষে সালোয়ার-কামিজের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে। এ ধরনের জ্যাকেট কিনতে পাওয়া যাবে ফ্যাশন হাউসগুলোয়। জ্যাকেটগুলোর দাম পড়বে এক হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা।