ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৮ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৩৬ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির দর বেড়েছে ৩৩ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নর্দার্ণ জটের ২৯ দশমিক ৯৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৮৯ শতাংশ, রূপালী ব্যাংকের ২৩ দশমিক ৭৫ শতাংশ, সিটি ব্যাংকের ২৩ দশমিক ৬৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২৩ দশমিক ১৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২২ দশমিক ৮৪ শতাংশ এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর ২২ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস