নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রসাসনিক ভবন থেকে উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলমের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্তর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামনের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড মোঃ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতর সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মজনুর রহমান, অনুজীবব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট প্রফেসর ড. ফিরোজ আহমেদ এবং আনিসুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড দিদারুল আলম বলেন, "জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চায়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রুপকল্প নিয়ে নোবিপ্রবিকেও নিয়ে যেতে চায় সাফল্যর স্বর্ণ শিখরে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড ফারুক উদ্দিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যরা।
সানবিডি/খাদিজা/আরএম/