দেশের প্রথম চালকবিহীন গাড়ি নিয়ে আসছে টাটা। আগামী দুই বছরের মধ্যে সেই গাড়ি পরীক্ষামূলকভাবে চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে।
টাটা-র অধীনে থাকা একাধিক সংস্থা এই গবেষণায় সাহায্য করছে।
সূত্রের খবর, এই গাড়িটিতে চারপাশে নজর রাখার জন্য লাগানো থাকবে মোট ১২টি ক্যামেরা। ৫ থেকে ৬টি লেজার সেন্সর লাগানো হবে। দুটি গাড়ির মধ্যে যোগাযোগ কিভাবে রাখা যায় তা নিয়েই চলছে গবেষণা। কোনও জিনিসে ধাক্কা মারার আগে অ্যালার্ট দেওয়ার ব্যবস্থা থাকবে গাড়িটিতে। মোবাইল কিংবা ট্যাব থেকেও গাড়িটি কন্ট্রোল করা সম্ভব হবে।
এই গাড়ির জন্য উচ্চ রেজোলিউশনের ক্যামেরা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে টেল আভিভ ইউনিভার্সিটিকে। টাটার এই নতুন প্রজেক্ট প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেও মনে করা হচ্ছে।