রাশিয়ার অনেক গণজমায়েতপূর্ণ স্থানেই ওয়াই-ফাই ব্যবস্থা চালু আছে। পর্যটকসহ এসব স্থানে আগতরা যাতে ফ্রি ইন্টারনেট সুবিধা পায়, সে জন্যই এ ব্যবস্থা। তবে সম্প্রতি কবরস্থানে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নিয়েছে মস্কো নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
মস্কো নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নগরীর তিনটি প্রধান কবরস্থানে আগামী বছরের শুরুতে তারা ওয়াই-ফাই ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
সরকারি শেষকৃত্য বিষয়ক সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, কবরে যারা চিরস্থায়ীভাবে শায়িত হয়ে আছে তাদের জন্য এ ওয়াই-ফাই ব্যবস্থা চালু করা হচ্ছে না। রাশিয়ার এসব কবরস্থানে অনেক ঐতিহাসিক ব্যক্তি শুয়ে আছেন। অনেক পর্যটক প্রতিবছর তাদের সমাধি দেখতে আসেন। এসব পর্যটক যাতে তাৎক্ষণিকভাবে ঐতিহাসিক ব্যক্তি ও তার কবর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে পারেন, সে জন্য ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।