সাপ্তাহিক ও জাতীয় শোক দিবসের ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের দু’দিন আমদানি, রফতানি কার্যক্রম বন্ধের পর রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এপথে বাণিজ্য শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল আমদানি, রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সে জন্য সংশিষ্ট সকলকে নির্দেশ, দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৪ আগস্ট সাপ্তাহিক ছুটি ও ১৫ আগস্ট এপার বাংলায় জাতীয় শোক দিবস ও ওপার বাংলায় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে রোববার ১৬ আগস্ট সকাল থেকে এপথে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে দু’দিন বন্ধের কারণে কাজ হারিয়ে বন্দরের দিন আনা দিন খাওয়া শ্রমিকরা অনেকটা অর্থকষ্টে পড়েছিলেন। আমদানি-রফতানি শুরু হওয়ায় তাদের মধ্যে খুশি দেখা গেছে। বন্দরেও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ভাব।
সানবিডি/আরএম/