ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ডিএসসিসির পক্ষ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। কর্ম এলাকা ডিএসসিসির অঞ্চল ২ ও ৬। মোহাম্মদ কাজী ফয়সাল কর্ম এলাকা অঞ্চল- ১ ও ৭, এবং বিতান কুমার মন্ডল, কর্ম এলাকা ডিএসসিসির অঞ্চল-৩, ৪, ৫, ৮, ৯ ও ১০।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬ আগস্ট হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
সানবিডি/আরএম/