পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার ভার্চুয়ালি প্রতিষ্ঠানটির মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন,এমপি, বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এতে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের ডিএমডি অরুণ কান্তি পাল, পরিচালক ও ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, ব্যাংকের সিএফও শওকত জাহান খান, এফসিএমএ, পরিচালক ও উপসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বতন্ত্র পরিচালক ড.শফিক উজ জামান, এ কে এম শরিয়ত উল্লাহ, এফসিএ,এসিসিএ এবং নাসরিন সুলতানা, রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পারসুমা আলমসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাগণ।