গণপিটুনিতে নিহত আরো ৪ ডাকাতের লাশ হস্তান্তর
প্রকাশ: ২০১৫-১২-১২ ১৬:৫১:২১

আড়াইহাজারে ডাকাতির ঘটনায় নিহত ৮ জনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়ায় আরো ৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মৃত নাদের আলীর ছেলে একাব্বর আলী (৩২), একই গ্রামের মৃত নিহন শেখের ছেলে আবু তাহের (৩৩), ময়মনসিংহ জেলার কোতোয়ালি উপজেলার চুরখাই গ্রামের সামছুদ্দিনের ছেলে তপু হাসান ওরফে ছোটন।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শনিবার সকালে ওই ৪ জনের স্বজনরা নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যার হাসপাতাল থেকে লাশগুলো বুঝে নেন। ওই ৪ জনের লাশ হস্তান্তরের মধ্য দিয়ে ৮ জনের লাশের পরিচয় পাওয়া গেল। শুক্রবার সনাক্ত হওয়া দুলালের লাশও শনিবার পরিবারের সদস্যরা গ্রহণ করেন। এছাড়া আহত চার ডাকাত মানিক, লোকমান, সজীব ও সাব্বির উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধাীন রয়েছে।
এদিকে, এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকার আশেপাশের ১০ থেকে ১২টি গ্রামের লোকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে। তবে পুলিশ বলছে নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। তবে এরপরেও এলাকাবাসীর মনে থেকে আতঙ্ক কমছে না।
সাতগ্রামের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জানান, এলাকাতে লোকজন খুব কম বের হচ্ছে। সবার মাঝে ভয় কাজ করছে। গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে গোটা সাতগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের মাঝে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













