দিনাজপুরে অবস্থিত দেশের অন্যতম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সড়কপথের পাশাপাশি রেলপথেও পাথর আমদানি করা হচ্ছে। এ ধারাবাহিকতায় শনিবার এ সীমান্তপথ দিয়ে রেলের মাধ্যমে আরো ২ হাজার ৫০০ টন পাথর দেশে আনা হয়েছে। আমদানি করা এসব পাথর দেশজুড়ে চলমান বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হবে বলে জানান আমদানিকারকরা।
শনিবার বিকালে ভারতের বিহার থেকে আমদানি করা পাথর নিয়ে একটি মালবাহী ট্রেনের ৪২টি বগি বিরল হয়ে দেশে ঢোকে। এরপর হিলি স্থলবন্দরে পৌঁছোর পর রাজস্বসংক্রান্ত কাজ শেষে আমদানি করা এসব পাথর খালাসের কাজ শুরু হয়েছে।
পাথর আমদানীর বিষয়ে হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, আমদানি করা পণ্য নিয়ে ভারত থেকে আসা মালবাহী ট্রেনটিতে ২ হাজার ৪৮৯ টন পাথর রয়েছে। হিলির আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম ইন্টারন্যাশনাল এসব পাথর আমদানি করেছে। এখন আমদানি করা পাথর খালাসের কাজ চলছে। খালাস শেষ হলে মালবাহী ট্রেনটি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাবে।
এর আগে সর্বশেষ ৭ আগস্ট ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে রেলপথে আরো ২ হাজার ৪১১ টন পাথর আমদানি করা হয়েছিল।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, করোনা মহামারীর কারণে এ স্থলবন্দর দিয়ে আড়াই মাসের বেশি সময় আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। ওই সময় দেশে আমদানি করা পাথরের সংকট দেখা দেয়। তাই আমদানি কার্যক্রম শুরুর পর পরই দেশীয় আমদানিকারকরা ভারত থেকে পাথর আমদানির উদ্যোগ নেন। স্বল্প খরচে ও দ্রুত আমদানি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ওই সময় থেকেই সড়কের পাশাপাশি রেলপথে পণ্যটির আমদানির চেষ্টা করা হয়।
ফলে ভারত থেকে রেলপথে পাথর আমদানি শুরু হয়েছে। তবে আমদানিকারকরা বলছেন, দেশে চাহিদার তুলনায় এখনো পাথর আমদানি সীমিত রয়েছে। রেলপথে আমদানি আর্থিকভাবে লাভজনক হওয়ায় আগামী দিনগুলোয় ভারত থেকে রেলপথে পাথর আমদানি বাড়ানো হতে পারে।
সানবিডি/এনজে