সমালোচনার পরও এগিয়ে ট্রাম্প

প্রকাশ: ২০১৫-১২-১২ ১৬:৫৭:৫৮


trump-2মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বিশ্বব্যাপি ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের প্রথম জাতীয় জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভোটারদের ৩৫ শতাংশের সমর্থন পেয়েছেন ট্রাম্প। অন্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে এগিয়ে আছেন তিনি।

গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে ১৪ জন নিহত হওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন। এক মুসলিম দম্পতি হামলায় অংশ নেয়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ওই দম্পতি। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিহত ওই দম্পতিকে নিজেদের অনুসারী বলে দাবি করে। তার ওই মন্তব্যের পর এই জরিপ পরিচালনা করা হয়।জরিপে বেশিরভাগ রিপাবলিকান ভোটার জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নন। তবে এ মন্তব্যের কারণে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকেই জানিয়েছেন। রিপাবলিকানদের ৬৪ শতাংশ ট্রাম্পের মন্তব্যকে আক্রমণাত্মক বলে মনে করেন না। এছাড়া ২৯ শতাংশ ওই মন্তব্যকে আক্রমণাত্মক বলে মনে করেন।

ট্রাম্পের মন্তব্য ভোটারদের মধ্যে যে ব্যাপক প্রভাব ফেলেছে জরিপে তাও উঠে এসেছে। সাধারণ ভোটারদের ৪৭ শতাংশ  ট্রাম্পের মন্তব্যে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন। অপরদিকে ডেমোক্রেট সমর্থকদের ৭২ শতাংশ ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন। রিপাবলিকান সমর্থকদের ১২ শতাংশের সমর্থন নিয়ে দলটির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন। এছাড়া ১০ শতাংশ সমর্থন নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।

ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্যের পর ব্রিটেন, ইসরায়েল ও কানাডার নেতারা ট্রাম্পের সমালোচনা করেন। তারা ট্রাম্পের এই বক্তব্যের নিন্দা জানান।