করোনায় নেগেটিভ হয়ে বিকেএসপির পথে আকবরদের উত্তরসূরিরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ১৩:২৮:০৭

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যুব বিশ্বকাপের পরবর্তী আসরে চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সে দলের ভবিষ্যৎ তারকাদের খুঁজে নেওয়ার প্রথম ধাপ হিসেবে গতকাল ১৬ আগস্ট (রোববার) ক্রিকেটারদের এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা হয়েছিল।
রোববার প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। উপস্থিত ২৭ জনের সকলের করোনা নেগেটিভ এসেছে। আর করোনা রিপোর্ট সন্তোষজনক আসায় আজ বিসিবির বাসে সাড়ে এগারোটায় ক্রিকেটারদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্দেশ্যে পাঠানো হয়। এই বাসে করেই দেশে ফিরে শিরোপা উল্লাস করেছিল আকবর-শরীফুলরা।
এদিকে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে মোট ৪৫ জন ক্রিকেটার রয়েছেন। যাদের ধাপে ধাপে ১৯ আগস্টের মধ্যে করোনা টেস্ট করা হবে। যা শেষ হবে ২১ আগস্টের মধ্যে। দ্বিতীয় গ্রুপের করোনা টেস্ট আগামী মঙ্গলবার এবং তৃতীয় গ্রুপের টেস্ট করা হবে আগামী বৃহস্পতিবারে।
এদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার যুব দলের ক্যাম্পের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রত্যেককে বিকেএসপি পাঠানো হবে। সূচি অনুযায়ী বাকি ক্রিকেটারদের পরীক্ষা শেষে তাদের ব্যাপারেও আমাদের একই ব্যবস্থাপনা থাকবে।’
বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় যুব ক্রিকেটাররা নিজেদের মধ্যে আটটি ম্যাচও খেলবে। আর এই ম্যাচের উপর ভিত্তি করে ক্রিকেটার সংখ্যা ৪৫ থেকে কমে ২৫ বা ৩০ জনে আসবে।
সানবিডি/আরএম/







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












