বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ইউসুফ মোল্লার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজবাড়ি উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে ১৩ ডিসেম্বর রোববার দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলা সদরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা বাজারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
উক্ত স্মরণ সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুসসহ দলীয় নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও তার আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।