বনিতো এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজের আইপিও বাতিল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৭ ২৩:১৩:০১
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বনিতো এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বিএসইসি। সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) বাতিল সংক্রান্ত এই চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,বনিতো এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক উর্ধ্বতন কর্মকর্তা সানবিডিকে বলেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন অসংগতি পাওয়া গেছে। ফলে কমিশন আইপিও বাতিল করেছে। তবে কোম্পানিগুলো বাজারে আসতে চাইলে আর্থিক প্রতিবেদন সংশোধন করে আবারও জমা দিতে পারবে।