বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে ৬১৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলারের সেবা রফতানি হয়েছে। সেবা খাতের রফতানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৫৬ শতাংশ। সোমবার রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ-সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। ২০১৯-২০ অর্থবছরে সেবা রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৮৫০ কোটি ডলারের। লক্ষ্যের তুলনায় রফতানি ২৭ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা পরিসংখ্যানের ভিত্তিতে মোট তিনটি ভাগে সেবা খাতের রফতানির সংকলন করছে ইপিবি। এ তিনটি ভাগের মধ্যে রয়েছে গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস, গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেস।
ইপিবির সংকলিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের ১২ মাসে তিন ভাগ থেকে মোট রফতানি হয়েছে ৬১৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলারের। গত ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৬৪৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার। এ হিসেবেই রফতানির প্রবৃদ্ধি কমেছে ৫ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ থেকে রফতানি হওয়া সেবা খাতের মধ্যে আছে ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস অন ফিজিক্যাল ইনপুটস, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন সার্ভিসেস, ইন্স্যুরেন্স সার্ভিসেস, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, চার্জেস ফর দি ইউজ অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, টেলিকমিউনিকেশন সার্ভিসেস, আদার বিজনেস সার্ভিসেস, পার্সোনাল-কালচার-রিক্রিয়েশনাল এবং গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস।
একক মাস ভিত্তিতে গত জুনে সেবা খাত থেকে রফতানি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলার। ২০১৯ সালের জুনে রফতানির পরিমাণ ছিল ৫০ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। এ হিসেবে শুধু জুনে সেবা খাতের রফতানি কমেছে ১৭ দশমিক ৯৭ শতাংশ।
জানা গেছে, সদ্যসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে পণ্য রফতানি লক্ষ্য ছিল ৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্জন হয়েছে ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। সেবা রফতানির লক্ষ্য ছিল ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। রফতানি অর্জন ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। পণ্য ও সেবা মিলিয়ে ৫৪ বিলিয়ন ডলারের লক্ষ্যের বিপরীতে প্রকৃত রফতানি হয়েছে ৪০ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার।