প্রচণ্ড জ্বর নিয়ে ৩দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সফল নায়কদের অন্যতম চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান দুলু (ফারুক)। তবে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।
জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে এমনটি জানালেন ঢাকাই সিনেমার এই চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংগঠক।
১৯৪৮ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। এরপর লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
নিজের জন্মদিন প্রসঙ্গে ফারুক জানিয়েছেন, ৭৫ এর পর থেকে আমি নিজের জন্মদিন পালন করি না। এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেকারণে এইদিনে সবাই শুভেচ্ছা জানায় এইটুকুই; এছাড়া আরও কোন আয়োজন থাকে না। এবারের জন্মদিনেও তাই হচ্ছে।
ফারুক ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।