চৌমুহনিতে বিএনপি প্রার্থীর বৈঠকে গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ২০১৫-১২-১২ ১৮:৫৭:৩৮


bisforonনোয়াখালীর চৌমুহনি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জহিরউদ্দিন হারুনের উঠান বৈঠকে এলোপাথাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শাওন নামে একজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। তবে মেয়র প্রার্থী  জহিরউদ্দিন হারুন অক্ষত আছেন। গুলিবিদ্ধ শাওনকেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার মাগরিবের নামাজের সময় চৌমুহনি পৌরসভার ৯ নং হাজিপুর ওয়ার্ডের নবদিগন্ত কিন্ডার গার্ডেন স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের আগে নবদিগন্ত কিন্ডার গার্ডেন স্কুল মাঠে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করছিলেন বিএনপির মেয়র প্রার্থী জহিরউদ্দিন হারুন। এসময় দুটি সিএনজি করে মুখে কালো কাপড় পরিহিত দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এসময় একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত জসিম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, এটি তাদের আভ্যন্তরীণ কোন্দলের ফলে ঘটতে পারে।