বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বাণিজ্যিক সর্ম্পককে আরো জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন শ্রিংলা। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিকহারে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত দেন তিনি।
এই সাক্ষাতের সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।
এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। দুই দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এ সম্পর্ক আগামীতে আরো বাড়বে।